বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ য়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই সিরিজ ৩-১ এ নিজেদের নাম করেছে তরুণ ভারতীয় দল। বিশ্বকাপ ফাইনালে হারের পর এই জয় কিছুটা হলেও হাসি এনেছে ভারতীয় সমর্থকদের মুখে।
এইতো কয়েকদিন আগেই পর্দা নেমেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। সে কারণেই এই টি-টোয়েন্টি সিরিজে খেলছে ভারত এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল। সে হিসেবে দুই দলই নিজেদের সুযোগ পাচ্ছেন নিজেদের শক্তি পরীক্ষার। ভারতের হয়ে জিতেশ শর্মা, রবী বিষ্ণোই, যশস্বী জয়সওয়ালরা এই সিরিজেও বরাবরের মতো নিজেদের প্রমাণ করছেন। যে কারণে এ সিরিজটি তাদের পাইপলাইন যাচাই করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইতোমধ্যে এই সিরিজের ৪ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে ফেলেছে ভারত। যদিও এই সিরিজের শেষ ম্যাচ জিতে অন্ততপক্ষ শেষটা সুন্দরই করে রাখতে চাইবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।