ছবি:সময়ের সন্ধানে
চট্টগ্রাম লোহাগাড়ায় পিকনিকের বাসের সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত আট জন । শুক্রবার ১৩ ডিসেম্বর রাত ৯. ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতী ইউনিয়নের হাজি রাস্তার মাতা এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনায় আহতরা হলেন, বাস ড্রাইবার লালন(৪৫) ট্রাকের ড্রাইবার সানোয়ার (৩৫) পর্যটক যাত্রী জয়েন উদ্দীন (৭০) মমতাজ হিসেন( ৫৫) সাবিনা খাতুন (৩০) খোরশেদ আলম( ৫০) আমিনুল (৩৫) আবদুল লতিফ (৫০)
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা স্তলে চট্টগ্রাম মুখি পিকনিকের বাসের সাথে বিপরীতমুখী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ আহত আটজন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ডিম তাদেরকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত বাসের ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থা চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে। দুমড়ে – মুচড়ে গেছে উভয় গাড়ির সম্মুখ ভাবে। মুখোমুখি সংঘর্ষে বাসটি ঘুরে যাওয়া পুরো মহাসড়ক চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে যানবাহন চলাচল তিন ঘন্টা বন্ধ ছিল। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা ।
বাসার যাত্রী পর্যটক রফিকুল ইসলাম জানান,নওগাঁ শিক্ষক কর্মচারীর সদস্যরা বাসটি ভাড়া করে কক্সবাজার পিকনিকে আসেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে তারা কক্সবাজার পৌছান। পরদিন রাত আটটার দিকে নিজেদের গন্তব্য পৌঁছানোর জন্য রওয়ানা দেন। ঘটনাস্থলে পৌঁছলে তাদের বাস বিপরীতমুখি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসাস্বাভাবিক করা হয় র ইনচার্জ ( ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়।মহাসড়কে আড়াআড়ি অবস্থায় থাকা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এছাড়া দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে আয়নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।