ছবি:সময়ের সন্ধানে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ) দাখিল মাদ্রাসায় মুক্তিযুদ্ধ ও শহিদদের স্মরণে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মাদ্রাসা মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর, মাদ্রাসার হলরুমে শহীদ স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবু হানজালার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান সুপার আবদুল গফুর। আরও বক্তব্য রাখেন সহকারী সুপার শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলী মোর্তোজা সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা আনিসুর রহমান, তাজ উদদীন আহমেদ, সহকারী শিক্ষক আবু বকর, আলী আনসার,শিক্ষক মতিয়ার রহমান,ইমদাদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিচক ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুর আলম, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ফিরোজ কবির, বেলাল হোসেন, আবদুল মাজেদ মন্ডল, বোলমাজন, আব্দুর গনি,সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ।