
গাজীপুর লিজেন্ড ক্রিকেট ফাইল খেলা ছবি:সময়ের সন্ধানে।
গাজীপুর প্রতিনিধি:শাহাদত হোসেন
গত (০১ এপ্রিল) মঙ্গলবার,গাজীপুরের শ্রীপুরে ঈদুল ফিতরের ২য় দিনে ঈদ পূর্ণমিলনীতে উৎসব মুখর পরিবেশে গাজীপুর লিজেন্ড ক্রিকেট ফাইনাল খেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আহ্বায়ক সদস্য গাজীপুর জেলা আইন ছাত্র ফোরাম,কাঞ্চনা সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট নূরুল ইসলাম ফাহিম,বিশিষ্ট শিল্পপতি ও সদস্য ৩ নং ওয়ার্ড বিএনপি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সফিকুল ইসলাম সাফিক, সহ-সভাপতি ইউনিয়ন বিএনপি।
উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন, উজ্জ্বল হাসান জয় সিনিয়র যুগ্ম-সম্পাদক ইউনিয়ন বিএনপি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী রাকিবুল আলম বিল্লাল সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি। বিশেষ আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট দবির আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলার স্বেচ্ছাসেবকদল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব গাজীপুর তরুণ সমাজের উদ্যোগে “পূর্ব গাজীপুর লিজেন্ড ক্রিকেট ফাইল খেলা” ঈদুল ফিতরের ২য় দিন বিকেল ৩টায় শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের প্রধানের চালা মাঠ প্রাঙ্গনে বিনোদন মূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় শতাধিক দর্শক শান্তিপূর্ণ ভাবে খেলা উপভোগ করেন।
উক্ত খেলায় যে ২টি শক্তিশালী দল অংশগ্রহণ করেন,”লিজেন্ড টাইগার একাদশ বনাম লিজেন্ড লায়ন একাদশ” টচে জয়ী হয়ে লিজেন্ড টাইগার একাদশ প্রথম ব্যাটিংয়ে সংগ্রহ,১৬৯ রান করে বিজয়ী। লিজেন্ড লায়ন একাদশ ২য় ব্যাটিংয়ে সংগ্রহ,১২০ রান করে অপরাজিত হয়েছে। পুরস্কার বিতরণের মাধ্যমে খেলার সমাপ্ত ঘোষণা করা হয়।