
মোশারফ আর সিমার বিয়ের বৌভাতের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়। ছবি:সময়ের সন্ধানে
শাহাদত হোসেন গাজীপুর প্রতিনিধি:
বসন্তের রং লাগুক মনে প্রানে,চার দিক হয়ে উঠুক রঙিন।সিমা ও মোশারফের ওপর প্রজাপতি ঋষির পুষ্প আশীর্বাদ পড়ুক ঝরে।
(০৩ এপ্রিল) বৃহস্পতিবার,গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোশারফ হোসেন সিয়াম ও সিমা আক্তারের বিয়ের বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর,মোশারফ হোসেন সিয়াম(২৪) পিতা,নূরুল ইসলাম নয়াপাড়া শ্রীপুর, গাজীপুর।কণে,সিমা আক্তার সখিপুর, টাঙ্গাইল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আক্তারুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলার বিএনপি। হাসিবুল রহমান খান মুন্না, আহ্বায়ক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকদল। মোহাম্মদ আলী জিন্নাহ সহ- সভাপতি শ্রীপুর উপজেলার বিএনপি। সারোয়ার হোসেন,সভাপতি শ্রীপুর উপজেলা যুবদল।রাজিবুল আলম বেপারী সদস্য সচিব শ্রীপুর উপজেলা বিএনপি। এবং আলহাজ্ব আকরাম হোসেন,সাবেক চেয়ারম্যান গাজীপুর ইউনিয়ন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল, এবং বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাবৃন্দ। সেই সাথে মোশারফের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন।
গত ০২ এপ্রিল রোজ,বুধবার নয়াপাড়া গ্রামের ছেলে মোশাররফ হোসেন সিয়ামের সঙ্গে সখিপুর গ্রামের সিমার আক্তারের পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়েছে।
বর,মোশারফ হোসেন সিয়াম ও কণে,সিমা আক্তারের দম্পতির তাদের দাম্পত্য জীবন সুখের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সমাপ্ত করেন।