
বিক্ষোভ মিছিলের সময় পূর্বপরিকল্পিতভাবে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪জন গ্রেপ্তার।ছবি:সময়ের সন্ধানে
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে যৌথবাহিনী। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় পূর্বপরিকল্পিতভাবে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাতে গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান (অনিক) (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন।
এক পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার (৭ এপ্রিল) দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসনবিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে তৃপ্তি হোটেল, রাঁধুনি হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট ও ক্ষতিসাধন করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতিকারী শনাক্ত করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত সিয়াম, শিমুল আহমেদ, শাহীন ও জয়নালকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এ ছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদ দাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।