
বিপুল পরিমাণে অবৈধ ঝাটকা ইলিশ জব্দের পাশাপাশি ৫ জনকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। ছবি:সময়ের সন্ধানে
বরিশাল প্রতিনিধি:
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনার শাখা নদী ও কালাবদর নদীর মোহনা বাখরজায় লালবয়া ও মালদ্বীপ এর চরের মাঝামাঝি স্থানে মৎস্য অধিদপ্তর ও উপজেলা আনসার সদস্যদের আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ঝাটকা ইলিশ জব্দের পাশাপাশি ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন জামাল মাতুব্বর চরখাজুরিয়া গ্রামের খলিল মাতুব্বরের ছেলে,মজনু বিশ্বাস দড়িচর খাজুরিয়া গ্রামের সেকান্দার বিশ্বাসের ছেলে,আবুল কালাম দড়িচর খাজুরিয়া গ্রামের হাসেম ব্যপারির ছেলে,নাইম দড়িচর খাজুরিয়া গ্রামের মজনু বিশ্বাসের ছেলে, আজিজুল দড়িচর খাজুরিয়া গ্রামের জয়নাল মাতব্বরের ছেলে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান।
মৎস্য অভিযানের সময় অবৈধ মাছ জব্দের সময় ট্রলারটি থামানোর জন্য ইশারা করলে জাটকা বহনকারীরা আনসার সদস্যদের উপর অর্তকিত হামলা চালায় এবং ১ জন আনসার সদস্য আহত হন।আহত আনসার সদস্যকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।আটক কৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
আজ ০৮ এপ্রিল ২০২৫ তারিখ ভোর ০৫ টার দিকে নিয়মিত টহল দেওয়ার সময়ে ১টি ট্রলারে ১৪ ড্রাম জাটকা আনুমানিক ১৪ মন বহনকারী ট্রলারটি তালতলি বাজার এলাকায় যাওয়ার সময় ট্রলারটি থামানোর জন্য ইশারা করলে জাটকা বহনকারীরা আনসার সদস্যদের উপর অর্তকিত হামলা চালায় এবং ১ জন আনসার সদস্য আহত হন।আহত আনসার সদস্য হলেন শাহীন ফরাজী তিনি মেহেন্দিগঞ্জ চরহোগলা গ্রামের কামাল ফরাজীর ছেলে।