
ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ছবি:সময়ের সন্ধানে
ভালুকা প্রতিনিধি:
ভালুকা উপজেলাধীন আহলে বায়াত ও পাক-পাঞ্জাতন অনুসারী মাজার, দরগাহ, দরবার ও খানকা ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গলবার সকালে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুণরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ভালুকা ঈদগাহ মাঠে বিক্ষোভ মিছিল, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলাধীন আহলে বায়াত ও পাক-পাঞ্জাতন অনুসারী মাজার, দরগাহ, দরবার ও খানকা ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট শাহ্ মোঃ কায়কোবাদ হোসেন মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক ভান্ডাব পাক দরবার শরীফের প্রধান খাদেম পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী), ইমন আহাম্মেদ জর্জ, ওয়াসিম আল কাদরী, ক্বারী আমিনুল ইসলাম, আশরাফুল সরকার, পীর নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এসময় বিভিন্ন দরবারের খাদেম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।