
মৃত- (ওসি) জুবাইর আহমেদ। ছবি:সংগৃহীত
বরিশাল প্রতিনিধি:
বরিশালের একটি আদালতে সাক্ষী দিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইর আহমেদ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বরিশাল নগরীর সদর রোডের আবাসিক হোটেল সামসে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।
পরিদর্শক জোবাইর আহমেদ সাতক্ষীরার কাটাখালী হাইওয়ে থানায় কর্তব্যরত ছিলেন। ইতঃপূর্বে বরিশালের হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অফিসার ইনচার্জ ছিলেন তিনি। জুবাইর আহমেদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তার বাবার নাম আহম্মেদ হোসেন।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আদালতে সাক্ষী দিতে মঙ্গলবার বরিশালে এসেছিলেন জুবাইর আহমেদ। তিনি সদর রোডের হোটেল সামসে অবস্থানকালে বেলা ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. আরাফাত জানান, জুবাইর আহমেদ ছুটিতে বরিশালে গিয়েছিলেন। আদালতে তার কোনো সাক্ষী দেওয়ার কথা ছিল বলে জানা নেই।
জানা গেছে, ২০১১ সালে ৩২তম আউট সাইট ক্যাডার উপ-পরিদর্শক পদে পুলিশে যোগদান করেন জুবাইর আহমেদ। বরিশালের দুটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনের আগে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। হিজলা থানায় দায়িত্ব পালনকালে আইজিপি পদ পান জুবাইর আহমেদ। বুধবার গ্রামের বাড়িতে তার দাফনের প্রস্তুতি চলছে।