
হবিগঞ্জে একদিনে শিশুসহ চার তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ছবি:সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে একদিনে চারটি ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ভুক্তভোগীরা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচ বছরের শিশু থেকে ২৪ বছরের তরুণীও রয়েছেন। তবে নির্যাতনের ঘটনাগুলোয় এখনও মামলার খবর পাওয়া যায়নি।
জেলা সদর হাসপাতালে সরেজমিন, একটি পরিবার জানায়, সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার টিলাগাঁও গ্রামে বাড়ির উঠানো পাঁচ শিশুটি খেলছিলো। এসময় মাহফুজ নামে এক প্রতিবেশী তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই শিশুটি মারাত্মক আহত হলে সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবিদুর রেজা জানিয়েছেন, একই দিন বানিয়াচং উপজেলায় ১৩ বছরের কিশোরী ও ২৪ বছরের তরুণী এবং শায়েস্তাগঞ্জের ২১ বছরে তরুণী ধর্ষণের ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।