
ছবি:সময়ের সন্ধানে
নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ আবহমান বাংলার ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির একটি অংশ হিসাবে, ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপন উপলক্ষ্যে নীলফামারী জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৪ই এপ্রিল বাংলা নববর্ষ ১লা বৈশাখ সকাল সাড়ে ৯টায় নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মঙ্গল শোভাযাত্রা শুধু হয়ে ডিসির গার্ডেনে এসে সমাপ্ত হবে। শোভাযাত্রা শেষে একই স্থানে সকাল ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজমেলা ও যাদুপ্রদর্শনীর আয়োজন করা হবে। নববর্ষ উপলক্ষ্যে সুবিধাজনক সময়ে নীলফামারী জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এছাড়াও নীলফামারী সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে সুবিধাজনক সময়ে নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনাসভা, প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। নববর্ষ উপলক্ষ্যে ১৪ই এপ্রিল সুবিধাজনক সময়ে কারাগার, হাসপাতাল ও পথশিশু, প্রতিবন্ধী কল্যাণকেন্দ্র, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। উল্লেখ্য, নববর্ষ উপলক্ষ্যে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নীলফামারী জেলাপ্রশাসন, পৌর শিশুপার্ক, ডিসি গার্ডেন, নীল সাগরসহ অন্যান্য প্রান্তস্থান সর্বসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে।