
২০ কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার ছবি:সময়ের সন্ধানে
শাহাদত হোসেন গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বেদখলে থাকা বনের চার একর জমি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে তেলিহাটি ইউনিয়নের মুরগির বাজার এলাকায় বন বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনী নিয়ে অভিযানে নামে। অভিযানে পুলিশ র্যাব আনসার বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতখামাইর বিট এলাকায় বনের এ জমিগুলো বেদখলে থাকায় এ অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। বড় বড় এক্সেভেটর নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্ব অভিযান চলে। বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে তিনটি স্পটে ৫৬টি চিহ্নিত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বন বিভাগ বলছে, অন্তত ২০ কোটি টাকা মূল্যের বনের এসব জমি নানা সময় অবৈধভাবে লোকজন দখল করে নেয়। পরে সেখানে তারা কৌশলে বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করে ব্যবহার করছিল।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, বনের জমি উদ্ধারে অভিযান চালানো হয়েছে। বনের জমি অবৈধ দখলে রাখতে দেওয়া হবে না। নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি বলেন, উদ্ধার হওয়া জমির বাজারমূল্য অন্তত ২০ কোটি টাকা।