কানাডার টরন্টোতে চিরশায়িত কবি আসাদ চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন একুশের চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রের আহ্বায়ক ড. ওবায়েদুল্লাহ মামুন।
একুশে ফেব্রুয়ারি নিয়ে বিরচিত অমর কবিতা 'ফাগুন এলেই পাখি ডাকে'র অমর কবি আসাদ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া থাকাকালীন ওবায়েদুল্লাহ মামুনের পরিবারের খুব কাছের মানুষ ছিলেন। তিনি ছিলেন ড. মামুনের সরাসরি শিক্ষক। ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমি পুনর্গঠনে তিনি পালন করেন যুগান্তকারী ভূমিকা।
সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর টরন্টোতে বসবাসরত কবিপত্নী সাহানা চৌধুরী, কন্যা নুসরাত চৌধুরী শাওলী এবং জামাতা নাদিম ইকবালের সঙ্গে দেখা করেন ড. মামুন। এ সময় তিনি কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
উল্লেখ্য, দীর্ঘ রোগভোগের পর কবি আসাদ চৌধুরী কানাডায় চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। তার মৃত্যুতে বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী মানুষের মাঝে শোকের ঝড় ওঠে। অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।