অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ব্যক্তি বা সংস্থার ওপর নিষেধাজ্ঞায় কিছু আসে যায় না। এটা ওদের বিষয়। কিন্তু বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য অত্যন্ত বড় বিষয় হবে। একটাই মাত্র পণ্য (তৈরি পোশাক)। সেটির ওপর বিধিনিষেধ এলে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে।
গতকাল রোববার অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। সভায় অর্থনীতিবিদরা দেশের অর্থনীতির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন। নোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নোয়াব সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, পিআরআইর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশতাক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তিতুমীর। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানে নোয়াব সদস্যদের মধ্যে ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।সালেহউদ্দিন আহমেদ বলেন, সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ওপর সব দায়িত্ব দিলে হবে না। সার্বিকভাবে দেশে যা চলছে, সুশাসন বলেন, প্রতিষ্ঠানগুলো যেভাবে চলছে, এসব নিয়ে কথা বলা প্রয়োজন। খালি বাইরের দিকে নজর দেওয়া হচ্ছে। দেশের ভেতরের সমস্যা সবচেয়ে বেশি।