আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি এই নায়িকা। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভোটার জালিয়াতির কারণে বাতিল হয়েছে সেটিও।
মাহিয়া মাহির পরবর্তী পদক্ষেপ কী? জানতে চাইলে কালবেলাকে এই নায়িকা বলেন, আপিল করব। কারণ যেসব গ্রাউন্ডে মনোনয়ন বাতিল করেছে, সেগুলোর ডকুমেন্টস আমার কাছে আছে। আমি আাপিল করব, বাকিটা পরে বলতে পারব।এর আগে অবশ্য সংবাদমাধ্যমে মাহি বলেন, মনোনয়ন বাতিল হয়নি, এটা বৈধ ঘোষণা করা হয়নি। এক শতাংশ সমর্থকের যে সাইন, এটা আসলে কোনো না কোনোভাবে ওপেন হয়ে যায়। যারা প্রতিপক্ষ আছেন, তারা তো আসলে চেষ্টা করবেন যে আমরা যাতে না করতে পারি। তবে বিষয়টা তো এখানেই শেষ না। আপিল করব। বিগত দিনে আপনারা জানেন হয়তো— দলীয় কাজ করতে গিয়ে আমি প্রতিটিতে বাধাগ্রস্ত হয়েছি। বাধা পেরিয়েই আমি ওই প্রজেক্টগুলো ডান করেছি। এবারো আমাকে বাধা দিয়ে লাভ নেই। আমি আপিল করব। ইনশাআল্লাহ আপিল বিভাগ এটিকে বিবেচনা করবেন এবং আমি নির্বাচনে আংশগ্রহণ করবেন।এর পরপরই ফেসবুকে একটি পোস্ট করেন মাহি। সেখানে তিনি লিখেন, জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।
টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।