ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখতে কেন্দ্র ভিত্তিক কার্যক্রম এখনই শুরু করার আহ্বান জানান।
বিএনপির নেতা-কর্মীদের উদ্যোশে তিনি বলেন, আগুন সন্ত্রাসীদের স্থান রামপুর নয়, ফেনীর কোথাও হবে না। ফেনীতে শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে আমি কঠোর থাকবো। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। ফেনীতে আন্দোলনের নামে কাউকে জ্বালাও পোড়াও করতে দেয়া হবে না। তবে শান্তিপূর্ণ মিছিল মিটিং এ কোন বাধা দেওয়া হবে না। গত দুইদিন বিএনপি আন্দোলনের নামে ফেনী শহরের তাকিয়া রোড, ইসলামপুর রোড ও সেন্ট্রাল হাই স্কুল এলাকাসহ বিভিন্ন স্থানে যেভাবে যানবাহন ভাংচুর করেছে, তা কোন ভাবেই মানা যায় না।
আন্দোলনের নামে ফেনীতে কোন আগুন সন্ত্রাস করা যাবে না: নিজাম উদ্দিন হাজারী
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নিজাম উদ্দিন হাজারী।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখতে কেন্দ্র ভিত্তিক কার্যক্রম এখনই শুরু করার আহ্বান জানান।
বিএনপির নেতা-কর্মীদের উদ্যোশে তিনি বলেন, আগুন সন্ত্রাসীদের স্থান রামপুর নয়, ফেনীর কোথাও হবে না। ফেনীতে শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে আমি কঠোর থাকবো। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। ফেনীতে আন্দোলনের নামে কাউকে জ্বালাও পোড়াও করতে দেয়া হবে না। তবে শান্তিপূর্ণ মিছিল মিটিং এ কোন বাধা দেওয়া হবে না। গত দুইদিন বিএনপি আন্দোলনের নামে ফেনী শহরের তাকিয়া রোড, ইসলামপুর রোড ও সেন্ট্রাল হাই স্কুল এলাকাসহ বিভিন্ন স্থানে যেভাবে যানবাহন ভাংচুর করেছে, তা কোন ভাবেই মানা যায় না।
Advertisement: 2:22Close Player
সোমবার গ্র্যান্ডসুলতান কনভেনশন হলে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ।