বিশ্ব ভ্রমনে নাজমুন নাহারের ঐতিহাসিক রেকর্ড
কালের বিবর্তনে যুগে যুগে যারা নিজের দেশ, জাতি ও পৃথিবীকে এগিয়ে দিয়েছেন এবং নিজ কর্ম ও সাফল্যের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করছেন তাঁরা ইতিহাস সৃষ্টি করেছেন পৃথিবীতে।
তাদেরই একজন আমাদের বাংলাদেশের পতাকাবাহী বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার বিশ্বের প্রথম মুসলিম নারী পরিব্রাজক হিসেবে বিশ্ব ইতিহাসের গর্বিত স্থান অর্জন করেছে। পিছনে ব্যাকপ্যাক, সাথে ছিল লাল সবুজের পতাকা, বুকে দুর্বার সাহস নিয়ে নাজমুন নাহার বাংলাদেশের লাল সবুজের পতাকা ইতিমধ্যে পৃথিবীর ১৬০ দেশে পৌঁছে দেওয়ার মাধ্যমে ভ্রমণের প্রথম বাংলাদেশী হিসাবে রেকর্ড অর্জন করেছেন। স্বাধীন বাংলাদেশের এই লাল-সবজের পতাকাকে বহন করার জন্য গত ২২ বছর ধরে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে সড়ক পথে ভ্রমণ করেছেন। শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতিকেও তিনি বিশ্বের দরবারে তাঁর পৃথিবী অভিযাত্রার মাঝে তুলে ধরেছেন।
দুর্গম পাহাড়, তুষারে আচ্ছন্ন শহর, উত্তপ্ত মরুভূমি, বিশাল সমুদ্র, বিষাক্ত পোকামাকড় কিংবা প্রতিকূল পরিবেশ কোনোকিছুই তাঁর বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ব শান্তি, নারীর সমতা ও ক্ষমতায়নসহ সব জাতি, ধর্ম, বর্ণের মানুষের মুক্তির লক্ষ্যে কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন পৃথিবীর প্রতিটি দেশে অভিযাত্রা করবেন তিনি।
বিশ্বভ্রমণের অভিযাত্রার সময় অনেকবার বিভিন্ন ঝুঁকির মধ্যে পড়েছেন, বহুবার মৃত্যুমুখে পতিত হয়েছেন, তবুও বাংলাদেশের এই লাল-সবুজের পতাকাকে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য হাল ছাড়েননি তিনি। অনেক কষ্ট ও সংগ্রাম করে বাংলাদেশের লক্ষ-কোটি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পতাকাকে পৃথিবীর প্রতিটি দেশে পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের এই গর্বিত সন্তান নাজমুন নাহার।
বিশ্ব ভ্রমণের যেভাবে শুরু
২০০০ সলে ভারতের ভুপালের পাঁচমারিতে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে তাঁর প্রথম বিশ্ব ভ্রমণের সূচনা হয়। সেখানে তিনি প্রথম বিশ্বের ৮০ দেশের ছেলে মেয়ের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন! ১ জুন ২০১৮ সালে । ১০০ তম দেশ ভ্রমণের মাইলফলক সৃষ্টি করেন জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তের ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর এবং ১৬০ তম দেশে হিসেবে সফর করেন সৌদি আরব। তাঁর লক্ষ্য বিশ্বের প্রতিটি দেশে ভ্রমণ করা।
বিশ্বভ্রমণে বাংলাদেশের প্রথম পতাকাবাহী পরিব্রাজক হিসেবে রেকর্ড অর্জন
বিশ্বের প্রতিটি দেশে বাংলাদেশের পতাকাকে পৌঁছে দিয়ে এক অনন্য রেকর্ড গড়ার মাধ্যমে পুরো বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিক মূল্যবোধকে এগিয়ে দিচ্ছেন নাজমুন নাহার। ইতিমধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে নাজমুন ভ্রমণ করেছেন ১৬০ টি দেশে। বাংলাদেশের পতাকা হাতে তিনি বিশ্ব শান্তির এক অনন্য দূত হিসাবেও কাজ করে যাচ্ছেন সারা বিশ্বে! এছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন স্কুল, কলেজ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিশ্ব শান্তির বার্তা পৌঁছান! পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করেন তার বিশ্ব ভ্রমণের মাধ্যেেম, এছাড়া বাল্য বিবাহ বন্ধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করেন। নো ওয়ার অনলি পিস, সেভ দ্য প্ল্যানেট, স্টপ চাইল্ড ম্যারেজ, ওয়ার্ল্ড পিস এই শ্লোগানে শিশু ও তরুণদেরকে সচেতন করছেন এবং তাদেরকে স্বপ্ন দেখানোর মাধ্যমে উৎসাহিত করছেন তার বিশ্বভ্রমণে অভিযাত্রার মাধ্যেেম।
ভ্রমণের উৎসাহ শুরু যেভাবে
নাজমুন নাহারের জন্ম লক্ষিপুর সদর উপজেলার গঙ্গাপুরে এক সম্ভ্রান্ত পরিবারে। ইরান থেকে কয়েক শতাব্দী আগে বাংলাদেশের লক্ষ্মীপুর রামগঞ্জে বসতি স্থাপন শুরু করেছিলেন দৌলত গাজী খান। তাঁরই দৌহিত্র বংশধর নাজমুন নাহার। বাবা মোহাম্মদ আমিন একজন ব্যাবসায়ী ছিলেন। মা তাহেরা আমিন ছিলেন বাবার অতন্দ্র সহযোগী। দাদা আলহাজ্ব ফকীহ আহমদ উল্লাহ তৎকালীন সময়ের একজন ফিকাহ শাস্ত্রবিদ ও ইসলামিক স্কলার ছিলেন।
দাদা আহমদ উল্লাহ ১৯২৬ থেকে ১৯৩১ সাল পর্যন্ত আরবের বিভিন্ন দেশে ভ্রমণ করেন ঘোড়ায় ছড়ে, পায়ে হেঁটে, জাহাজে করে। বাবার মুখে শোনা দাদার ভ্রমণ জীবনের উৎসাহ শিশু বয়সে নাজমুন নাহারের মনে গেঁথে গিয়েছিলো। নাজমুন ছোটবেলা থেকেই বিভিন্ন দেশের ভ্রমণকাহিনী পড়তেন, ম্যাপের উপর গবেষণা ছিল তাঁর ছোটবেলা থেকেই। বাবা সবসময় তাঁকে উৎসাহ দিতেন। পৃথিবী ভ্রমণের স্বপ্ন জন্মের পর থেকেই তাঁর ভেতরে লালিত হয়েছিল এভাবে।
বেশিরভাগ দেশ সড়কপথে ভ্রমণ
২২ বছর তিনি পৃথিবীর পথে পথে ঘুরে চলেছেন বাংলাদেশের পতাকাকে বিশ্বদরবারে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। ১৬০ দেশের মধ্যে ১৪টি দেশ ভ্রমণে সঙ্গী ছিলেন তাঁর মা। বাকি দেশগুলো তিনি একাই ভ্রমণ করেছেন। দিনের পর দিন সর্বোচ্চ টানা ৫৮ ঘণ্টা, কখনো ৪৮ ঘণ্টা, কখনো ৩৬ ঘণ্টা তাঁকে বাসে জার্নি করতে হয়েছে এক দেশ থেকে আরেক দেশে। টানা কখনো ১৫ দেশ, কখনো ১৪ দেশ তিনি তিন মাস, চার মাস, পাঁচ মাসের জন্য সড়কপথে এক শহর থেকে আরেক শহরে, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করেছেন।
ভ্রমণের খরচ যোগাতে যেভাবে
তিনি সুইডেনে পড়াশোনা করতে গিয়েছেন ২০০৬ সালে। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করতেন। সামারে তিনি ১৭–১৮ ঘণ্টা পরিশ্রম করে পয়সা জমাতেন শুধু ভ্রমণ করার জন্য। কম খরচে থাকতেন পৃথিবীর বিভিন্ন ট্রাভেলার্স হোস্টেলে। কখনো তাঁবু করে, কখনো কোচ সার্ফিংয়ের মাধ্যমে। স্বল্প খরচে পৃথিবী রহমান করার জন্য সড়ক পথে ভ্রমণ করতেন নাজমুন, পৃথিবীর বিভিন্ন মহাদেশে জোন ভাগ করে করে একটানা ভ্রমণ করতেন। কোন দেশে ভ্রমণের পূর্বে তিনি সেই মহাদেশের ম্যাপ ও সেখানকার দর্শনীয় জায়গাগুলোর উপর গবেষণা করে নিতেন। সেখানকার পার্শ্ববর্তী রুটগুলো দেখে নিতেন কিভাবে কম খরচে সেখানে পৌঁছানো যায়।
বিশ্বভ্রমণে কঠিন চ্যালেঞ্জ
ভ্রমণই নাজমুনের চ্যালেঞ্জ ছিল অনেক। সেই চ্যালেঞ্জগুলোর কথা বর্ণনা করতে গিয়ে নাজমুন বলেন- বিশ্ব ভ্রমণের সময় মৃত্যুর হাতছানি থেকে ফিরে এসেছি বহুবার। মধ্যরাতে ম্যানগ্রোভ জঙ্গলে আটকা পড়েছি। সাহারা মরুভূমিতে মরুঝড়ের মধ্যে পড়েছি, রক্তাক্ত হয়েছি। পোকা মাকড়ের কামড় খেয়েছি। অন্ধকারে অচেনা শহরে, আফ্রিকার জংলী শহরে পথ হারিয়েছি। তিনমাস আফ্রিকাতে আলু খেয়ে ছিলাম। কখনো না খেয়ে থেকেছি। কখনো কাঠ, কখনো পাথরের ওপর ঘুমিয়েছি।
কখনো আদিবাসীদের সঙ্গে মাটির ঘরে ঘুমিয়েছি। কখনো রাতের অন্ধকারে বর্ডার ক্রস করতে না পেরে অপরিচিত পরিবারের সঙ্গে থাকতে হয়েছে। ১৪২০০ ফুট উচ্চতায় পেরুর রেইনবো মাউনটেইনে অভিযাত্রায় আন্টিচুডের সমস্যার কারণে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। মৃত্যুকে জয় করে সেই পর্বতশৃঙ্গে উঠতে সক্ষম হয়েছি। সমুদ্রের তলদেশে স্কুবা ডাইভিং-এর সময় পাইপ লিক হয়ে লবণাক্ত পানি খেয়েও বেঁচে ফিরেছি।
পশ্চিম আফ্রিকার গিনি কোনাক্রিতে ম্যানগ্রোভ জঙ্গলে ৩টার সময় আটকা পড়েছিলাম। সেসময় ২৬ ঘণ্টা অনাহারে থেকেছি। আদিবাসীদের সঙ্গে কাটানো সেই লোমহর্ষক ঘটনা মনে পড়লে আজও শিহরে উঠি।
কখনো আদিবাসীদের সঙ্গে মাটির ঘরে ঘুমিয়েছি। কখনো রাতের অন্ধকারে বর্ডার ক্রস করতে না পেরে অপরিচিত পরিবারের সঙ্গে থাকতে হয়েছে। ১৪২০০ ফুট উচ্চতায় পেরুর রেইনবো মাউনটেইনে অভিযাত্রায় আন্টিচুডের সমস্যার কারণে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। মৃত্যুকে জয় করে সেই পর্বতশৃঙ্গে উঠতে সক্ষম হয়েছি। সমুদ্রের তলদেশে স্কুবা ডাইভিং-এর সময় পাইপ লিক হয়ে লবণাক্ত পানি খেয়েও বেঁচে ফিরেছি।
পশ্চিম আফ্রিকার গিনি কোনাক্রিতে ম্যানগ্রোভ জঙ্গলে ৩টার সময় আটকা পড়েছিলাম। সেসময় ২৬ ঘণ্টা অনাহারে থেকেছি। আদিবাসীদের সঙ্গে কাটানো সেই লোমহর্ষক ঘটনা মনে পড়লে আজও শিহরে উঠি
কিরগিস্তানের আলা আরচা পর্বত আরোহন করে নামার সময় পড়ে গিয়ে ছোট্ট একটি বুনো গাছের সঙ্গে ঝুলে ছিলাম। পড়ে গেলে হয়তো সেদিনই মৃত্যু হতো। গাছে ঝুলে থাকা আমাকে আয়মেরিক ও জুলিয়ান নামক দু’জন অভিযাত্রী বাঁচিয়েছিলেন।
পশ্চিম আফ্রিকার পথে পথে আমাকে অনেক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সবই মানসিক শক্তি দিয়ে মোকাবিলা করেছি।সিয়েরালিওন থেকে লাইবেরিয়া যাওয়ার পথে ১১টি ভয়ঙ্কর কূপ পার হতে হয়েছিল। শুধু তাই নয়, রাস্তা কোথায় ভয়ঙ্কর উঁচু, খাড়া, কোথাও পিচ্ছিল। কোথাও রাস্তায় পড়ে থাকা গাছের ডাল সরিয়ে চলতে হয়েছিল। বিপদসংকুল ওই জায়গাগুলোতে কোনো না কোনো হৃদয়বান ব্যক্তি সাহায্য করেছেন। পথ দেখিয়েছেন। যখনই কোনো সমস্যায় পড়েছি, কেউ না কেউ এগিয়ে এসেছেন। বিভিন্ন শহরে লোকাল ফ্যামিলির সঙ্গে থেকেছি। বিশ্ব মানচিত্রের সবচেয়ে কঠিন পথ পাড়ি দিয়েছি মৌরিতানিয়ায়।
সেখানে সাহারার তপ্ত মরুঝড়ে আক্রান্ত হয়ে ধারালো বালির আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছি। সেনেগালের রোজ লেকে যাওয়ার সময় তিন ঘণ্টা জঙ্গলে হেঁটেছি। সেন্ট লুইতে একাকী পথ হারিয়ে আট কিলোমিটার অন্ধকার পথ হেঁটেছি। ইথিওপিয়ার জঙ্গলে হামার আদিবাসীদের সঙ্গে গরুর কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকতে হয়েছে। সর্বোচ্চ আড়াই দিন না খেয়ে থেকেছি। পথে গাছ থেকে গাছের সাদা অরেঞ্জ খেয়ে দুই দিন পর আফ্রিকাতে পানির পিপাসা মিটিছি। চিলির আতাকামা যেখানে ১০০ বছরে বৃষ্টি হয়নি এমন আশ্চর্যজনক জায়গাতেও পা রেখেছি।
সম্মাননা ও অর্জন
নাজমুন নাহার দেশে-বিদেশে মোট ৫৫টির মতো সম্মাননা পেয়েছেন।
দেশের পতাকা বহন ও পৃথিবীতে শান্তির বার্তা বহনের বিরল অবদানের কৃতিত্ব স্বরূপ যুক্তরাষ্ট্রে ‘আন্তর্জাতিক পিস টর্চ বিয়ারা আওয়ার্ড, পিসরানার’ সম্মাননা ও মিস আর্থ কুইন সম্মাননায় ভূষিত করা হয়।
এছাড়া জাম্বিয়া সরকারের গভর্নর হ্যারিয়েট কায়োনার কাছ থেকে ‘ফ্ল্যাগ গার্ল’ উপাধি , দক্ষিণ সুদানে উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পাই, যুক্তরাজ্যে স্পেশাল অ্যাওয়ার্ড পান। বাংলাদেশ ও বিশেষ অ্যাওয়ার্ড সমূহ অনন্যা শীর্ষ দশ সম্মাননা, ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাওয়ার্ড, উইমেন ওয়ারিয়র অ্যাওয়ার্ড, রোট এশিয়া লেজেন্ড অ্যাওয়ার্ড, পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, গেম চেঞ্জার অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অব বাংলাদেশ, গ্লোব অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল সম্মাননা, জনটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, তিন বাংলা সম্মাননা ও রেড ক্রিসেন্ট মোটিভেশনাল অ্যাওয়ার্ড। সফল নারী সম্মাননা, লক্ষ্মী তারুণ্য সম্মাননাসহ অনেক সম্মাননায় ভূষিত হন এবং বিভিন্ন দেশের মন্ত্রী ও বিখ্যাত ব্যক্তিত্বরা তাঁকে সংবর্ধিত করেন।
লিভিং লেজেন্ড
নাজমুন নাহার তাঁর ভ্রমণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে নিজ দেশের পতাকা বহন করে বিশ্ব মানচিত্রে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পতাকা কন্যা কিংবা ফ্ল্যাগ গার্ল খ্যাত নাজমুন নাহারের অভিযাত্রা বিশ্ব মানবতার মাঝে আমাদেরকে গর্বিত করছে। যুগে যুগে বেগম রোকেয়া প্রীতিলতার মত যে সকল নারী আমাদের সমাজ ও দেশকে আলোকিত করে আমাদের মুখ উজ্জ্বল করেছেন পৃথিবীর বুকে তাদেরই একজন লিভিং লেজেন্ড আজকের তরুণ সমাজের কান্ডারী নাজমুন নাহার। বিশ্ব ভ্রমণে তাঁর অগ্রগামী ভূমিকা পৃথিবীর ইতিহাসে একটি বাংলাদেশের নাম পৃথিবীর কোনায় কোনায় ধ্বনিত হতে থাকবে।